পেছালো গণটিকা ক্যাম্পেইন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১২:০৮

সাহস ডেস্ক

সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন আরও একদফা বাড়ানোয় পেছানো হয়েছে গণটিকা ক্যাম্পেইন। ৭ আগস্টের পরিবর্তে  ১৪ আগস্ট থেকে শুরু হবে গণটিকা। আর ৭ আগস্টে হবে পরীক্ষামূলক টিকা দান।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করার কথা ছিল। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নেয়া যাবে বলা হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত