৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, চলবে বিশেষ ফ্লাইট

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২১, ০২:২১

সাহস ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে আটটি দেশে বিশেষ ফ্লাইট ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো যথারীতি চলবে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ ছিল, সেটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই সময়ে প্রবাসীদের আসা-যাওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিঙ্গাপুর, কাতার, চীন, কুয়েত ও বাহরাইনে বিশেষ বিবেচনায় পরিচালিত ফ্লাইটগুলো আগের মতোই চলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত