১১ বছর পর এভারেস্টের চূড়ায় উড়ছে বাংলাদেশের পতাকা

এভারেস্টচূড়ায় বাংলাদেশি বাবর আলী

প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৩:৪২

Desk Report

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পৃথিবীর শীর্ষ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। ১১ বছর প্রতীক্ষার পর আরও একবার উড়েছে দেশের পতাকা।

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। আজ ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তিনি চূড়ায় পৌঁছান। তার সমন্বয়কারী প্রতিষ্ঠান ভার্চুয়াল ড্রিমার্সের পক্ষ থেকে এ খবর দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) থেকে এমবিবিএস পাস করেছেন ৩৩ বছর বয়সী বাবর আলী। চিকিৎসা পেশা ছেড়ে তিনি এই যজ্ঞে নেমেছেন।

বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে আজ রোববার সকাল ৮টা ৫৬ মিনিটে এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতিমাতা (এভারেস্ট) বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেজক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছে ক্যাম্প ৪–এ নামার পথে ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত