ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ১৫:৩৬

সাহস ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে এটিকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।

রবিবার (৩ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে ক্ষমতায় এসে অর্থনীতি সচল এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত মাসে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির ২০ জন এমপি পদত্যাগ করলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় তার দল।

এরপর গত ২৮ মার্চ বিরোধীদলের নেতা শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। সেদিন অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের অনুমোদন দেওয়া হয়। এরপর ৩১ মার্চ ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের জন্য অধিবেশন শুরু হয়। কিন্তু বিরোধীদের হট্টগোলে কয়েক মিনিট পরই অধিবেশন ফের রবিবার পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম সুরি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত