ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

ত্রাতা সোহানের ব্যাটে প্রথম চ্যাম্পিয়ন শেখ জামাল

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ১৯:২৩

সাহস ডেস্ক
জয়ের পর সোহানকে জড়িয়েই সতীর্থদের উল্লাস।

২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৭৮ রানেই প্রথম সারির পাঁচ ব্যাটার ফিরলেন সাজঘরে। তখনও লক্ষ্য বহুদূর। দরকার ৬ উইকেটে ১৫২ রান। ঠিক তখনই দলের ত্রাতা হয়ে আসলেন নুরুল হাসান সোহান। কাশ্মীরি ক্রিকেটার পারভেজ রসুল ও জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়লেন এ উইকেটরক্ষক ব্যাটার। এতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুলল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

মঙ্গলবার (২৬ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৯ রান তুলতে সক্ষম হয় ঐতিহ্যবাহী ক্লাবটি। জবাবে ব্যাট করতে নেমে নুরুল হাসান সোহানের নৈপুন্যে ১৮ বল বাকি থাকতেই ২৩২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।

তবে ব্যাট করতে নেমে ম্যাচের এক পর্যায়ে বড় শঙ্কাই তৈরি হয়েছিলে শেখ জামালের। এদিন হারলে শেষ রাউন্ডে কাজটা কঠিন হয়ে যেত দলটির। দিনের অপর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তাদের চাপে রেখেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে কোনো অঘটন ঘটতে দেননি সোহান। অসাধারণ ব্যাটিংয়ে দলকে এনে দেন অনন্য এক জয়। তাতে শিরোপা নিশ্চিত হয় দলটির।

লক্ষ্য তাড়ায় আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শেখ জামাল। দলীয় ৭৮ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বিপাকে পরে শেখ জামাল। অথচ প্রায় সব ব্যাটারই উইকেটে সেট হয়েছিলেন। পরে পারভেজকে নিয়ে দলের হাল ধরেন সোহান। গড়েন ৭২ রানের দারুণ এক জুটি। এরপর আউট হন পারভেজ। পরে জিয়াকে নিয়ে বাকি কাজটা শেষ করেন সোহান। অবিচ্ছিন্ন ৮২ রানের জুটি গড়েন তারা।

ব্যাট করছেন নুরুল হাসান সোহান।

দলের হয়ে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন সোহান। ৮১ বলে ৮টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ২৬ বলে ৪ চার ২ ছক্কায় ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন জিয়া। এর আগে আউট হওয়া পারভেজ ৪০ বলে ৩ চারে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। আবাহনীর হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মোজাম্মদ সাইফউদ্দিন।

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নামা আবাহনী দলীয় ৩৫ রানেই প্রথম সারির তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে দলের হাল ধরেন তৌহিদ হৃদয়। গড়েন ৫০ রানের জুটি। পরে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে ৩০ ও জাকের আলী অনিকের সঙ্গে ৩৯ রানের আরও দুটি জুটি গড়ে আউট হন তৌহিদ। তবে আবাহনীকে লড়াইয়ে পুঁজি এনে দেন সাইফউদ্দিন। ঝড়ো ব্যাটিংয়ে জাকের আলীর সঙ্গে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়েন এ অলরাউন্ডার।

৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। তাতে ৫টি ছক্কা মারেন তিনি। ৭০ বলে ৪টি চারের সাহায্যে ৪৭ রান করে অপরাজিত থাকেন জাকের আলী। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন তৌহিদ। ৭৫ বলে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি। আফিফ খেলেন ২৯ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ২২৯/৬ (হৃদয় ৫৩, জাকের ৪৭*, সাইফউদ্দিন ৪৪*; জিয়াউর ২/৩৬, সাইফ ১/১৯, রসুল ১/৪০)।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৭ ওভারে ২৩২/৬ (নুরুল ৮১, জিয়াউর ৩৯, রসুল ৩৩; সাইফউদ্দিন ২/৩৬, তানভীর ১/২৩)।

ফল: শেখ জামাল ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা হয়েছেন নুরুল হাসান সোহান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত