নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

প্রকাশ : ১৮ মে ২০২৪, ১৬:০১

Desk Report

নরসিংদীতে বজ্রপাতের ফলে পৃথক স্থানে মা-ছেলেসহ চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং শহরতলীর হাজীপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলোকবালী উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২) ও সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় মোছলেহউদ্দিন (৫০)। তারা মাঠে ধান কাটছিল।

সুফিয়া বেগমের স্বামী আহত কামাল মিয়া বলেন, “স্ত্রী, সন্তান ও একজন শ্রমিক নিয়ে সকাল থেকে মাঠে ধান কাটছিলাম। সকাল ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় শরীরে পলিথিন দিয়ে ঢেকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করছিলাম। হঠাৎ বজ্রপাত হলে আমরা আহত হই।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুফিয়া বেগম, ইমন মিয়া ও কাইয়ুম মিয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি তানভীর।

একই সময় শহরতলীর হাজীপুরে বজ্রপাতে মোসলেহ উদ্দিন নিহত হন;চারজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত