বিক্ষোভ করলেন বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা

‘নিয়োগ পরীক্ষা’ দিতে এসে পরীক্ষার্থীরা দেখলেন কেন্দ্রে ঝুলছে তালা!

প্রকাশ : ২৫ মে ২০২৪, ২১:১২

সাহস ডেস্ক

স্কুলের জনবল নিয়োগ পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুঁলতে দেখেন চাকরি প্রার্থীরা। খোঁজনিয়ে জানতে পারেন হবেনা পরীক্ষা। পরে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যালয় আঙিনায় অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে যান তারা।

শুক্রবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের কুমারিয়া লক্ষ্মীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে

চাকরিপ্রার্থীরা জানান, গত বছরের ১১ ডিসেম্বর ওই বিদ্যালয়ের চারটি শূন্য পদে জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে অফিস সহায়ক, নৈশপ্রহরী,পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে ৩৫ জনচাকরি প্রার্থী আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের ডাকযোগে চিঠি পাঠানো হয়। ২৪ মে শুক্রবার সকাল ১০টায় পরীক্ষার দিন ধার্য করা হয়। পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা শুক্রবার সকালে বিদ্যালয়ে এসে প্রতিটি কক্ষে তালা ঝুলতে দেখেন। খোঁজ নিয়ে জানতে পারেন পরীক্ষা হবে না। অথচ পরীক্ষা স্থগিতের বিষয়ে তারা কিছুই জানেন না। বিদ্যালয় থেকে তাদের কোনো প্রকার নোটিশ করা হয়নি। এমনকি বিদ্যালয়ের অফিস কক্ষের দরজায়ও টাঙানো নেই কোনো নোটিশ। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কতিপয় সদস্যরা তাদের মনোনীত প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য এমন অপচেষ্টা চালাচ্ছে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরসদস্য ইমরান সরদার বলেন, ‘আমাকে মৌখিকভাবে স্কুলের দপ্তরি জানিয়ে ছিলেন আজ (শুক্রবার) নিয়োগ পরীক্ষা হবে। আমি ১০টার সময় স্কুলে এসে দেখি লোকজন জড়ো। স্কুলের অফিস কক্ষে তালা দেওয়া। দরজায় কোনো নোটিশও টাঙানো নেই। প্রধান শিক্ষকও আমাকে কিছু জানাননি।’

এ বিষয় বিদ্যালয়ের সভাপতি সুবোধ কুমার দাসের সাথে যোগাযোগকরার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক সুশান্ত কুমার বলেন, ‘সভাপতির অসুস্থতার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। দপ্তরির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। নোটিশ কক্ষের ভিতরে টাঙানো আছে। তবে ম্যানেজিং কমিটির যারা, তাদের মনেকি আছে আমি জানি না।’

কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মাহফুজা বেগমের মুঠোফোনে একাধিক বার কল দিয়েও তিনি ফোন রিসিভ করেন নি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়াযায় নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত