চাকরিপ্রার্থীর ফেল করার পেছনে কারণ জানিয়েছেন সংশ্লিষ্টরা

১৮তম শিক্ষক নিবন্ধনে পাসের হার ৩৫.৮০ শতাংশ

প্রকাশ : ২৩ মে ২০২৪, ১৩:২৫

Desk Report

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ৮ লাখ ৬০ হাজর প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। এ বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর ফেল করার পেছনে দুটি কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আগের চেয়ে পরস্থিতির উন্নতি হয়েছেন বলে দাবি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।

এনটিআরসিএ জানিয়েছে, উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের হার ৩৫.৮০ শতাংশ।

গত ১৫ মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে অংশগ্রহণ করেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। এর মধ্যে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। সে হিসাবে ৮ লাখ ৬০ হাজার ৮৫২ জন ফেল করেছেন।

কেন এই বিপুল পরিমাণ প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি, জানতে চাইলে এনটিআরসিএর একাধিক কর্মকর্তা বলছেন, দুটি কারণে এমনটি হয়েছে। সিলেবাস সম্পর্কে ধারণা ঠিকমতো রাখেন না। আবার পড়াশোনাতেও নিয়মিত নন। ওই কর্মকর্তা বলেন, পাস নম্বর ৪০। কেউ যদি সিলেবাস সম্পর্কে ধারণা রাখেন আর নিয়মিত পড়েন, তাহলেই তো প্রিলিমিনারিতে পাস করার কথা। পড়াশোনা নিয়মিত না করা আর সিলেবাসের ধারণা না থাকাই ফেল করার একটি বড় কারণ। প্রতিবছরেই এ ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

এদিকে কোরবানীর ঈদের পর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে বলে জানা গেছে। দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেবে এনটিআরসিএ। এ বিষয়ে সম্প্রতি এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় জুলাই মাসে আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত