লাবিবা-লামিসাকে আলাদা করতে অস্ত্রোপচার চলছে

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪০

সাহস ডেস্ক

নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের জোড়া শিশু লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য অস্ত্রোপচার শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। লাবিবা-লামিসা ওই গ্রামের লাল মিয়া-মনুফা আক্তারের দম্পতির সন্তান।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিশু লাবিবা-লামিসাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

হাসপাতালে ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম জানান, ঢাকা মেডিকেল হাসপাতালে শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফ-উল হক কাজল নেতৃত্বে অস্ত্রোপচার চলছে। তাদের বয়স দুই বছর আট মাস।

পেডিয়াট্রিক সার্জারি ছাড়াও হাসপাতালে মোট আটটি বিভাগের সিনিয়র চিকিৎসকদের নিয়ে অস্ত্রোপচার শুরু করেছেন। অন্যান্য বিভাগগুলো হল এই জোড়া শিশুর অস্ত্রোপচারে পেডিয়াট্রিক সার্জারি ছাড়াও নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওলোজি, ইউরোলোজি, অর্থোপেডিকস, সার্জারিও অ্যানেসেলোজির চিকিৎসকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত