যত ডোজ টিকা দরকার বাংলাদেশকে ভারত দেবে: সেতুমন্ত্রী

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:৪৮

সাহস ডেস্ক

করোনাভাইরাসের যত ডোজ টিকা দরকার বাংলাদেশকে তা ভারত সরবরাহ করবে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত থেকে আরো পাঁচ মিলিয়ন ডোজ টিকা আসবে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের এ ব্যাপারে ভাবনার কারণ নেই। বাংলাদেশের যত ডোজ দরকার ভারত সরবরাহ করবে।

এগুলো কি চুক্তির টিকা কি না-এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমার কাছে তো চুক্তিই এটা। যা লাগে সব দেবে ভারত।

তিনি বলেন, ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। বর্তমান বিশ্ব বাস্তবতায় এককভাবে এগিয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। ৭৫ পরবর্তী সময়ে সংশয় ও অবিশ্বাসের সম্পর্ক আমাদের জন্য শুভ ফল বয়ে আনেনি। এ বৈরী সম্পর্ক আমাদের পিছিয়ে দিয়েছে। আমরা আজ সীমান্তের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পেরেছি। কারণ আমরা এ অবিশ্বাস ও সংশয়ের দেয়ালটা ভেঙে দিয়েছি।

ওবায়দুল কাদের আরো বলেন, দুদেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিকতর আন্তরিকতাপূর্ণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত