করোনায় আজ ৪০ জনের মৃত্যু

প্রকাশ : ২৫ মে ২০২১, ১৬:৫০

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল ২৫ ও গত পরশু ২৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪১ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৬৭৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৬৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক শুন্য আট শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত