ভর্তি বাতিলের আদেশ বহাল রেখে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির নির্দেশ

বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল

প্রকাশ : ২১ মে ২০২৪, ১৯:৪১

Desk Report

বয়সসীমা না মেনে বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে রায় দিয়েছে হাই কোর্ট।

এক রিট মামলার নিষ্পত্তি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করে।

রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শামীম সরদার, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মঈনুল হাসান। ১৬৯ শিক্ষার্থীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ সায়েদুল হক সুমন।

একই সঙ্গে অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে ভর্তি এবং এই ভর্তি প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম তদন্তে একটি কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর অ্যাডভোকেট শামীম সরদার বলেন, ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের আদেশ বহাল রেখে তাদের শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির নির্দেশ দিয়েছে আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত