দেড় বছরের শিশুর কামড়ে সাপের মৃত্যু

প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৯:২৬

সাহস ডেস্ক

ঘরে বসে খেলছিল ১৬ মাস বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস। এক সময় খাটের নিচে ঢুকে পড়ে সে। এ সময় বেরিয়ে আসে সাপের বাচ্চা। এক পর্যায়ে সাপকে হাতে ধরে কামড়ে দেয় জান্নাতুল। এতে সাপটি মারা যায়। বিষয়টি নজরে আসতেই দ্রুত সাপসহ জান্নাতুলকে হাসপাতালে নিয়ে আসেন শিশুটির পরিবারের সদস্যরা। মঙ্গলবার (৭ জুন) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে জান্নাতুল সকালে তার চাচাতো ভাইয়ের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল। এ সময় খাটের নিচে চলে গেলে একটি সাপের বাচ্চাকে ধরে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে। পরে সাপের বাচ্চাটি মারা যায়। আমার মেয়ে ও তার চাচাতো ভাইকেসহ সাপটি নিয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাই।’ তিনি বলেন, ‘খাটের নিচে সাপের বাচ্চা থাকায় আমরা হতবাক হয়েছি। যদি আমার মেয়েকে কামড় দিত, তাহলে বড় কোনো ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়েছেন।’

তবে এটি কোন প্রজাতির সাপ, তা চিহ্নিত করতে পারেনি বাচ্চাটির পরিবার। প্রতিবেশীরা বলেছেন, এটা বিষধর সাপের বাচ্চা হতে পারে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘মৃত সাপের একটি বাচ্চাসহ শিশু জান্নাতুলকে নিয়ে আসে পরিবারের সদস্যরা। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শিশু ওয়ার্ডে রেখেছি। তবে কী সাপ ছিল, সেটা চিহ্নিত করা যায়নি।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘শিশুটিকে প্রায় তিন ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাপটি শিশুকে দংশন করলে বিষক্রিয়ার কোনো প্রতিক্রিয়া দেখা যেত। শিশুটি সুস্থ থাকায় বাড়ি পাঠানো হয়েছে।’

সাহস২৪.কম/এআর/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত