সিলেট নগরীতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ২০:৪১

সাহস ডেস্ক

সরকারি নির্ধারণ করে দেওয়া দামে গরু ও খাসির মাংস বিক্রিতে লোকসানের অভিযোগ তুলে সিলেট নগরে ধর্মঘট ডেকেছে মাংস ব্যবসায়ীরা। সমিতির নেতারা বুধবার (৬ এপ্রিল) রাতে জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেন। সে অনুযায়ী, নগরীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে মাংসের দোকান বন্ধ রয়েছে বলে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক আব্দুল খালিক জানান।

সাংবাদিকদের বলেন, "সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা যে দামে গরু বা ছাগল কিনে থাকি সে অনুযায়ী ওই দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান হয়।

"মাংস ব্যবসায়ীরা গত এক মাস ধরে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসলেও সর্বশেষ সিটি করপোরশেনের ধার্য করা দাম ৬০০ ও ৮৫০ টাকাই রেখেছে। তাই বাধ্য হয়ে আমরা গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছি। লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারব না"।

ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত