ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ১৩:০৮

সাহস ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঁইয়া সড়কের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পরপরই কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দুর্বৃত্তরা ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ওবায়দুল কাদেরের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন সড়কের ওপর কালো টেপপেঁচানো একটি কৌটা পড়ে আছে। তবে তারা ঘটনাস্থলে দুর্বৃত্তদের কাউকে দেখেননি। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন বলেন, আতঙ্ক ছড়াতে মন্ত্রীর বাড়ির সামনে ককটেল অথবা পটকা ফোটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা এ হামলা চালিয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। বস্তুটি ককটেল কি না, সেটা নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছে বস্তুটি পাঠানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত