সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লক্ষ টাকার মাদকসহ আটক ১

প্রকাশ : ২৪ মার্চ ২০২১, ১৭:৩১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ৬শ' গ্রাম হেরোইন ও ২৩২ পিস ইয়াবাসহ আকবর আলী (২০) নামে এক যুবক আটক হয়েছেন।

সোমবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চকপাড়া সীমান্তে বাংলাদেশের সাড়ে ৩শ' গজ ভেতরে নলডুবি হাইস্কুল এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক আকবর শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা উপর চকপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তবে অভিযানকালে আকবরের সঙ্গী শনাক্তকৃত অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (২৩ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেণ্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপি'র অভিযানে মাদকসহ আটক ও পলাতকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত