প্রবল জলধারার মতো চীনের বাজারে ঢুকছে সোনা

সোনার রিজার্ভ বাড়িয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশ : ০৯ মে ২০২৪, ২১:০০

Desk Reporter

এমনিতেই বিশ্ব সোনা বাজারে চীনের বড় রকম প্রভাব বরাবরই আছে। এবার সেই প্রভাব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। চীনের বাজারে সোনা কেনার গতি বরাবরই ছিল; এখন যেন প্রবল জলধারার মতো চীনের বাজারে সোনা ঢুকছে। 

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, চলতি বছরের প্রথম দিকে চীনের বাজারে সোনা কেনাবেচা বেড়েছে ৬ শতাংশ। ২০২২ সালের শেষভাগ থেকে এখন পর্যন্ত সোনার দাম ৫০ শতাংশ বেড়েছে।

ঋণের ভারে জর্জরিত চীন। এই অবস্থায় চীনের মানুষ সোনা কেনার দিকে ঝুঁকছেন। চীনের এই সোনা কেনার হিড়িকের সঙ্গে যুক্ত হয়েছে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনার রিজার্ভ বৃদ্ধির বিষয়টিও। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে। এই পরিস্থিতিতে মার্কিন বন্ড কেনা কমিয়ে দিয়েছে চীন। এমন কী আগের কেনা বন্ডও ছেড়ে দিচ্ছে। 

দেশটির বাজারে সোনার চাহিদা বেড়ে যাওয়ার আরেকটি কারণ হলো- কেন্দ্রীয় ব্যাংকের সোনার রিজার্ভ বৃদ্ধি। গত মার্চ মাসেও সোনা কেনা হয়েছে। এ নিয়ে টানা ১৭ মাস সোনার রিজার্ভ বাড়িয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। গত বছর বিশ্বের যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় চীনের কেন্দ্রীয় ব্যাংক বেশি সোনা কিনেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত