কানাডায় নিহত শাফিনের জানাজা শনিবার

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের নামাজের জানাজা শনিবার (২৩ সেপ্টেম্বর) বাদ জোহর আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হবে। মুনমুন গত বৃহস্পতিবার সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে গাড়ির চাপায় নিহত হন। 

তার মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা আছে। নামাজে জানাজার পর আগামী সপ্তাহের শুরুর দিকে তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২১ বছর বয়সী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের বাবা-মা দুজনই ডাক্তার। তারা ঢাকায় থাকেন। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এর তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। 

মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মত মুনমুন বিশ্ববিদ্যালয় ক্লাসে যাওয়ার আগে এই দুর্ঘটনা ঘটে।

মুনমুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বাংলাদেশি কমিউনিটির মধ্যে এখনো শোকের ছায়া বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত