করোনাভাইরাস: বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ৩৫ লাখ ছাড়াল

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ১২:৩৮

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ৩৫ লাখ অতিক্রম করেছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ৩৫ লাখ ৬ হাজার ৮২৫ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৭ লাখ ৪৮ হাজার ১১০ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৯৬ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ২৯ হাজার ১৪৫ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৮২ হাজার ১৫ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৩৫ জনে।

এদিকে, চীনে ১৩ থেকে ১৯ জানুয়ারির মধ্যে হাসপাতালগুলোতে প্রায় ১৩ হাজার কোভিড-সম্পর্কিত মৃত্যুর খবর পাওয়া গেছে, যখন একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে জনসংখ্যার বিশাল একটা অংশ ইতোমধ্যে সংক্রামিত হয়েছে।

দেশে সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে ১২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৪৫৬ জনে পৌঁছেছে।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত