নেপালে বিমান দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৮:১৪

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে বিমান দুর্ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানা গেছে। তারা দুজনই নেপালের নাগরিক।

রবিবার (১৫ জানুয়ারি) সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রীবাহী ওই বিমানটি।

ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি করেছে নেপাল সরকার।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত