নিউইয়র্কে ঔপন্যাসিক সালমান রুশদীর ওপর হামলা

প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ২৩:২০

সাহস ডেস্ক

 

ব্রিটিশ ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদীর ওপর হামলা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক মঞ্চে বক্তব্য দেয়ার সময় তার ওপর হামলা চালানো হয়। খবর-বিবিসির

সালমান রুশদির উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’, যাকে মুসলিম বিশ্বের অনেকেই ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন। এই উপন্যাস প্রকাশের পর বছরের পর বছর ধরে তিনি হত্যার হুমকি পেয়ে আসছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সাবেক এই বুকার পুরস্কার বিজয়ী। এ সময় তারা এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখেছেন। ওই ব্যক্তি রুশদির সঙ্গে পরিচিত হওয়ার ছলে ঘুষি বা ছুরিকাঘাত করেছিলেন। এএফপি জানিয়েছে, পুলিশ ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেছে।

অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, এসময় কিছু দর্শক দ্রুত মঞ্চের দিকে ছুটে আসছেন।

সেখানে উপস্থিত লোকজন হামলাকারীকে থামাতে সক্ষম হয়েছেন। তবে সালমান রুশদীর অবস্থা কি, তা জানা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত