তাইওয়ানের পাশে সামরিক মহড়া চালিয়ে যাবে: চীন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ১৪:০১

আন্তর্জাতিক ডেস্ক
ছবি : চীনের সামরিক মহড়া।

তাইওয়ানের পাশে সামরিক মহড়া অব্যাহত রাখার কথা জানিয়েছে চীন। সোমবার (৮ আগস্ট) দেশটি এ কথা জানায়। খবর আনাদোলুর। রবিবার (৭ আগস্ট) বৃহত্তর পরিসরে তাইওয়ানের চারপাশে ৪ আগস্ট শুরু হওয়া সামরিক মহড়া শেষ হওয়ার কথা থাকলেও এর মেয়াদ বাড়িয়েছে বেইজিং।

ইস্টার্ন থিয়েটার কমান্ড অব দ্য পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এক বিবৃতিতে জানায়, ‘তাইওয়ান দ্বীপের জলসীমায় অ্যান্টি-সাবমেরিন ও এয়ার-টু-শিপ স্ট্রাইক বিষয়ক সামরিক মহড়া চলবে। চীন দাবি করে তাইওয়ান তারই ভূখণ্ডের একটি ‘বিচ্ছিন্ন প্রদেশ’। কিন্তু এ ক্ষেত্রে তাইওয়ানের চিন্তা ভিন্ন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় নজিরবিহীন এ মহড়া শুরু করেছিল বেইজিং। এ লাইভ ফায়ার মহড়ায় চীনের ছোড়া ক্ষেপণাস্ত্র তাইপের ওপর দিয়ে উড়ে গেছে। এ ছাড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র পড়েছে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত