মুম্বাইয়ে চার তলা ভবন ধসে নিহত ১৯

প্রকাশ : ২৯ জুন ২০২২, ১৪:২৮

সাহস ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে চার তলা একটি ভবন ধসে অন্তত ১৯ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে কুর্লার নায়েকনগর সোসাইটির একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল দল। বুধবার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ভবনটি ৪৭ বছরের পুরনো। ভবনের ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ভবনধসের অল্প সময়ের মধ্যেই সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালান তারা। তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। ঘটনাস্থলে অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা প্রকাশ করেন কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের ধ্বংসস্তূপে এখনও ২০ থেকে ২৫ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস এবং ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফান্ড টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই বলেছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল, ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এখানকার বাসিন্দাদের সরে যেতে এর আগে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়।’ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে বেশিরভাগ বর্ষা মৌসুমে ভবনধসের ঘটনা ঘটে। ভবন নির্মাণে ত্রুটি থাকায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।

সাহস২৪.কম/এআর/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত