ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া

প্রকাশ | ১৬ জুন ২০২২, ১৭:২৯

অনলাইন ডেস্ক

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে তেল আবিবের ব্যাখ্যা জানার জন্য মস্কোয় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। টাইমস অব ইসরায়েল জানায়, বুধবার (১৫ জুন) মস্কোয় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন জাভিকে ডেকে পাঠানো হয়েছে। তবে, এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মধ্যপ্রাচ্যর বিশেষ দূত মিখাইল বোগদানভ এক বিবৃতিতে জানান, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য তিনি যে কারণগুলো পেয়েছেন, তা ‘অবিশ্বাস্য বলে মনে হচ্ছে’। মস্কো অতিরিক্ত ব্যাখ্যার জন্য অপেক্ষা করছে।

এর আগে ২০১৫ সাল থেকে সিরিয়ায় অবস্থান করছে রুশ বাহিনী। তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে গৃহযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সহায়তা করেছে। শুক্রবার (১০ জুন) দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর ফলে বিমানবন্দরটির দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়।

সাহস২৪.কম/টিএ/এএম/এসকে.