কাশ্মীরে পৃথক হামলায় দুই জন নিহত

প্রকাশ | ০৩ জুন ২০২২, ১৪:৫৫

অনলাইন ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পৃথক হামলায় একজন ব্যাংক ম্যানেজার এবং একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (০২ মে) দক্ষিণ কুলগাম জেলা ও  চাদুরা শহরে এ ঘটনা ঘটে। হামলাকারীদের ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াইরত জঙ্গি হিসেবে দায়ী করেছে পুলিশ।

জম্মু-কাশ্মীর পুলিশ পৃথক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (০২ মে) সন্দেহভাজন জঙ্গিরা দক্ষিণ কুলগাম জেলায় ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে হত্যা করেছে। ভারতের রাজস্থান রাজ্যের বিজয় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান। একইদিন রাতে চাদুরা শহরের কাছে একটি ইট কারখানায় জঙ্গিরা দুই শ্রমিককে গুলি করে আহত করেছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে বিহারের এক শ্রমিকের মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন মুখোশধারী আততায়ী ব্যাংকে ঢুকে বিজয় কুমারের ওপর গুলি ছুড়ছে। পুলিশ বলছে, হামলাকারীরা লক্ষ্য স্থির করেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবার (৩১ মে) সন্দেহভাজন জঙ্গিরা কুলগামে রজনী বালা নামে এক স্কুল শিক্ষিকাকে গুলি করে হত্যা করে।

সাহস২৪.কম/এএম/এসকে.