রাজীব গান্ধী হত্যা: ৩১ বছর পর মুক্ত পেরারিভালান

প্রকাশ | ১৮ মে ২০২২, ১৬:২০

অনলাইন ডেস্ক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পেরারিভালান। বুধবার (১৮ মে) তাকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পেরারিভালানের মুক্তি চেয়ে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।

পেরারিভালান ইতোমধ্যে ৩১ বছর সাজাভোগ করেছেন। ভারতের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরামবুদুরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন। ৫০ বছর বয়সী পেরারিভালান ১৯৯১ সালের  ১১ জুন গ্রেপ্তার হন। পরবর্তীকালে গান্ধীকে হত্যার ষড়যন্ত্রকারী এলটিটিই লোক শিভারসনকে সহায়তা করার জন্য তাকে আরও কয়েকজনের সাথে যাবজ্জীবন সাজা দেয়া হয়।

সাহস২৪/এসটি/এসকে.