নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনা পজিটিভ

প্রকাশ : ১৪ মে ২০২২, ১৩:৫৭

সাহস ডেস্ক

করোনা পজিটিভ হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম শনিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে। একই দিন সকালে আরডার্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত, আমি আমার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিয়েছি এবং করোনা পজিটিভ হয়েছে।’

আরডার্নের ফিয়ন্সে ক্লার্ক গেফোর্ড করোনা পজিটিভ হলে রবিবার (৮ মে) থেকে তিনি পরিবারের সঙ্গে আইসোলেশনে ছিলেন। এদিকে শুক্রবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে সাত হাজার ৪৪১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং দেশটির বৃহত্তম শহর অকল্যান্ডেই শনাক্ত হয়েছে দুই হাজার ৫০৩ জন। করোনা মহামারি আকার ধারণের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখ ২৬ হাজার ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার পর আলোচনায় আসেন জেসিন্ডা। অসাম্প্রদায়িক চেতনা, আর ভিন্ন মতাবলম্বীদের সম্মান প্রদর্শনে কুড়িয়েছেন বিশ্বব্যপী সুনাম। ৪১ বছর বয়েসী এ লেবার পার্টির নেতা ২০১৭ সালে যোগ দেন নিউজিল্যাণ্ডের প্রধানমন্ত্রীর দপ্তরে।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত