করোনায় ৫২ কোটি ৫ লাখ আক্রান্ত

প্রকাশ : ১৪ মে ২০২২, ১৩:২৪

সাহস ডেস্ক

সারাবিশ্বে মহামারী করোনায় শনাক্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি পাঁচ লাখ। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ মে) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি পাঁচ লাখ ২৮ হাজার ১১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৬২ হাজার ১৪০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ২৪ লাখ ২১ হাজার ৪০৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৯ হাজার ৫২২ জন।

শুক্রবার (১৩ মে) দেশের স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জনে। তবে এই সমইয়ের মধ্যে করোনায় প্রাণনাশের ঘটনা ঘটেনি। ফলে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়ে ২৯ হাজার ১২৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার চারটি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩২৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে সংক্রমণ শনাক্ত হয়েছে মোট চার কোটি ৩১ লাখ ১৬ হাজার ২৫৪ জনের। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ১৯০ জনে।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত