প্রথমবারের মত কোভিড সংক্রমণের তথ্য দিল উত্তর কোরিয়া

প্রকাশ : ১৩ মে ২০২২, ১৪:৪৪

সাহস ডেস্ক

করোনা মহামারিতে মৃত্যু ও সংক্রমণের গতিতে টাল-মাতাল পরিস্থিতিতে পড়ে সারা বিশ্ব। করোনার আবির্ভাবের দেশ চীন পেরিয়ে বিশ্বদানব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়াসহ সকল দেশের তথ্য পাওয়া গেলেও এ বিষয়ে মুখ খোলেনি কিমের উত্তর কোরিয়া। এ মহামারি সংকটের আড়াই বছর পর প্রথমবারের মতো করোনায় মৃত্যুর খবর জানালো পরমাণু শক্তিধর এ দেশটি। দেশটির সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ছয়জন নাগরিক। একইসঙ্গে লক্ষাধিক মানুষের মধ্যেও দেখা দিয়েছে করোনার উপসর্গ। করোনা প্রাদুর্ভাবের স্বীকৃতি দেওয়ার একদিন পর শুক্রবার (১৩ মে) এমন তথ্য জানায় কিম প্রশাসন।

দেশটিতে করোনা সংক্রমণ ‘বিস্ফোরকভাবে’ ছড়িয়ে পড়েছে উল্লেখ করে রাষ্ট্র নিয়ন্ত্রিত এ সংবাদমাধ্যমটি জানায়, এখনও পর্যন্ত  সাড়ে তিন লাখ রোগীকে জ্বরের চিকিৎসা দেওয়া হয়েছে। এপ্রিলের শেষ থেকে জ্বরে আক্রান্ত সাড়ে তিন লাখ মানুষের মধ্যে সুস্থ হয়েছেন এক লাখ ৬২ হাজার ২০০ জন। এছাড়া শুধু বৃহস্পতিবার (১২ মে) নতুন করে ১৮ হাজার মানুষের মধ্যে জ্বরের লক্ষণ পাওয়া গেছে এবং এক লাখ ৮৭ হাজার সক্রিয় রোগীদের চিকিৎসার জন্য আলাদা করা হয়েছে।

মারা যাওয়া ছয়জনের মধ্যে একজন করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছিলেন বলে জানায় সংবাদমাধ্যমটি। তবে তারা বলেছে, মোট অসুস্থ মানুষের মধ্যে কতজন করোনা আক্রান্ত তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। এছাড়া বিশ্বব্যাপী করোনা প্রতিরোধী ভ্যাকসিন কার্যক্রমের সময় উত্তর কোরিয়াকে টিকা সহায়তা দিতে চেয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু সাম্রাজ্যবাদি দেশগুলোর প্রস্তাবটি প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং জানিয়েছিল, তারা ২০২০ সালের শুরু থেকেই সীমান্ত বন্ধ রেখে করোনা নিয়ন্ত্রণে রেখেছে।

উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্তঘেঁষা দুই দেশ দক্ষিণ কোরিয়া ও চীনে করোনার সংক্রমণ মারাত্মক রূপ নিতে দেখা গেছে। তাই উত্তর কোরিয়ায় আরও আগে থেকেই করোনার উপস্থিতি রয়েছে, বিশেষজ্ঞরা এমন ধারণা করলেও দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১২ মে) প্রথমবারের মতো আক্রান্ত হিসেবে কোনো ব্যক্তির শনাক্ত হওয়ার খবর দেয়। ওমিক্রনের ব্যাপক সংক্রমণের মুখে বৃহস্পতিবারই গোটা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এর ঠিক একদিন পরই শুক্রবার (১৩ মে) প্রথম মৃত্যুর তথ্য দিলো দেশটি। তবে করোনার শুরু থেকেই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন।

সাহস২৪.কম/এআর/এসটি/এসকে. 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত