বিশ্বে করোনায় একদিনে ৩ হাজারের উপরে মৃত্যু

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ১৩:৫৪

সাহস ডেস্ক

বিশ্বে করোনায় একদিনে তিন হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬২ লাখ ২৮ হাজার ছাড়াল। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮১৫ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ২৮ হাজার ৮৯ জন। আগের দিন বুধবার মৃতের সংখ্যা ছিল ৬২ লাখ ২৪ হাজার ৭৯০।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন এবং মৃত্যুবরণ করেছে নয় লাখ ৯২ হাজার ৭২২ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৪৯৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৬৫৪ জনে।

বাংলাদেশ পরিস্থিতি:

বুধবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায় নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় নতুন শনাক্ত হয়েছে ২৩ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭  জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৬২৫ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৪৫৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০২ শতাংশ।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত