শ্রীলঙ্কা সংকট: সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান প্রেসিডেন্টের

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ১৫:৩৭

সাহস ডেস্ক

দেশের চলমান সংকটের সমাধান খুঁজতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

দেশটির মন্ত্রিপরিষদ মন্ত্রীরা তাদের পদ থেকে পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই এই আহ্বান জানানো হয়।

সোমবার (৪ এপ্রিল) একটি বিবৃতিতে প্রেসিডেন্টের মিডিয়া বিভাগ বলেছে, বর্তমান সঙ্কটটি বেশ কয়েকটি অর্থনৈতিক কারণ ও বৈশ্বিক উন্নয়নের ফলাফল এবং একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে শ্রীলঙ্কার সমাধান খুঁজে বের করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় প্রয়োজন বিবেচনা করে, সমস্ত নাগরিক ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে একসঙ্গে কাজ করার সময় এসেছে। প্রেসিডেন্ট সংসদে প্রতিনিধিত্বকারী সমস্ত রাজনৈতিক দলকে এর সমাধান খুঁজতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরালও সোমবার প্রেসিডেন্ট  রাজাপাকসের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

কয়েকদিন ধরেই অর্থনৈতিক সঙ্কট সমাধানে সরকার কর্তৃক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে জনগণের বিক্ষোভের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা।

শুক্রবার শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং পরের দিন সন্ধ্যায় ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয় যা সোমবার সকালে তুলে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত