পুতিনকে ‘কসাই’ আখ্যা দিলেন বাইডেন

প্রকাশ : ২৭ মার্চ ২০২২, ১৪:৩০

সাহস ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি আর 'ক্ষমতায় থাকতে পারবেন না'। ইউরোপে সফররত বাইডেন গত শনিবার পোল্যান্ডে ইউক্রেনীয় শরণার্থীদের সঙ্গে দেখা করার পর এ মন্তব্য করেন। খবর- রয়টার্সের।

এর আগে পুতিনকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিশেষণে আখ্যায়িত করেছেন বাইডেন।

গত সপ্তাহে পুতিনকে যুদ্ধাপরাধী বলেছিলেন বাইডেন। বিষয়টি নিয়ে ক্রেমলিন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল।

ইউক্রেনে সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বাইডেনের এ মন্তব্য মস্কোর সঙ্গে ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

এ বিষয়ে ক্রেমলিন জানিয়েছে যে পুতিন ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না, তা বাইডেন সিদ্ধান্ত নেবেন না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি শুধু রুশ ফেডারেশনের জনগণ ঠিক করবে।

তবে বাইডেনের ওই মন্তব্য রাশিয়ার ক্ষমতা পরিবর্তনের কোনো ইঙ্গিত হয় বলে হোয়াইট হাউস জানিয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের ওই বক্তব্যের অর্থ হলো পুতিনকে তার প্রতিবেশীদের বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না। তিনি রাশিয়ায় পুতিনের ক্ষমতা, বা শাসনব্যবস্থার পরিবর্তন নিয়ে কিছু বলেননি।

তবে শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশে বাইডেন যখন বক্তব্য দিচ্ছিলেন তার ঠিক আগে পোলিশ সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে ইউক্রেনের শহর লভিভে ৪টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত