রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা বাস্তবসম্মত হয়ে উঠছে: জেলেনস্কি

প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ১৩:২০

সাহস ডেস্ক

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আরও বাস্তবসম্মত হয়ে উঠতে শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতির উদ্দেশে দেওয়া সর্বশেষ ফেসবুক ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়ার দাবিগুলো ‘আরও বাস্তবসম্মত’ হয়ে উঠতে শুরু করেছে। তবে আলোচনা ফলপ্রসূ হতে আরও সময় লাগবে।

জেলেনস্কি বলেন, এখনও প্রচেষ্টা প্রয়োজন, ধৈর্য্য প্রয়োজন। যেকোনো যুদ্ধ একটি চুক্তির মাধ্যমে শেষ হয়।

বুধবার (১৬ মার্চ) ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উভয় পক্ষ আবার আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন কংগ্রেসে বুধবার ভাষণ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বোমাবর্ষণ আরও জোরদার করেছে রাশিয়া। বন্দর শহর মারিউপোলতে নতুন করে আক্রমণ শুরু রুশ সামরিক বাহিনী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত