মানবাধিকার ইস্যুতে কাজ করতে সম্মত ইউক্রেন ও রাশিয়া

প্রকাশ | ১০ মার্চ ২০২২, ১৯:৫৪

অনলাইন ডেস্ক
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা

ইউক্রেন ও রাশিয়া দুই দেশই ইউক্রেনে উদ্ধুত মানবাধিকার সংকট অবসানে পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।

তুরস্কের আন্তালায়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

দিমিত্রি কুলেবা বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের দুর্ভোগ লাঘব এবং রুশ দখলদার বাহিনীর হাত থেকে ইউক্রেনের অঞ্চল স্বাধীন করার প্রয়াসে এই আলোচনা চালিয়ে যেতে আমি প্রস্তুত।