১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম

প্রকাশ | ০৭ মার্চ ২০২২, ১৪:৪১

অনলাইন ডেস্ক

ইউক্রেনে হামলার পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। গত ১৩ বছরের মধ্যে তেলের দাম উঠেছে সর্বোচ্চ দরে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলেছে।