হোয়াসঙ-১২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ১৮:২৯

সাহস ডেস্ক

উত্তর কোরিয়া রবিবার যে মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, সেটি হোয়াসঙ-১২ বলে নিশ্চিত করেছে দেশটি। সোমবার (৩১ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০১৭ সালের পর এ প্রথম এতো শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

এর আগে সিউলের সামরিক সূত্র বলেছে, তারা রবিবারের ক্ষেপণাস্ত্রটিকে মাঝারি পাল্লার ব্যালাস্টিক হিসেবে শনাক্ত করেছে।

চলতি বছর জানুয়ারিতে উত্তর কোরিয়া এই নিয়ে সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানুয়ারি মাসে উত্তর কোরিয়ার ওপর আরও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এরই প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া একমাসে এতো অধিক সংখ্যক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই দুই দেশের মধ্যে সংলাপ থমকে গেছে।

আর উত্তর কোরীয় নেতা তার সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ঘটাতে এবং আন্তর্জাতিক অবরোধকে উপেক্ষা করে পিয়ংইয়ং এর সামরিক সক্ষমতা প্রদর্শনে বদ্ধ পরিকর।

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত