জি-২০ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন শি জিনপিং

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ১৫:৪৬

সাহস ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও লিংকের মাধ্যমে আসন্ন জি-২০ গ্রুপের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। আজ শুক্রবার (২৯ অক্টোবর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, ৩০-৩১ অক্টবর ইতালির রোমে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট।

কোভিড-১৯ মহামারির ভয়াবহতা দৃশ্যমান হওয়ার পর ২০২০ সালের শুরুর দিক থেকেই শি জিনপিং চীনের বাইরে যাননি। ৩১ অক্টোবর থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে যে জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে, তাতেও তাঁর সশরীরে অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

কেবল চীনা প্রেসিডেন্টই নন, এবারের জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও সশরীরে অংশ নিচ্ছেন না।

তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগেই জানিয়েছেন, তিনি রোমে জি-২০ সম্মেলনে সশরীরেই হাজির হবেন। এজন্য তিনি এরই মধ্যে রোমে পৌঁছেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত