অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে তালেবানের পাশে ইমরান খান

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:১১

সাহস ডেস্ক

অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে তালেবানের সাথে আলোচনা শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার একাধিক টুইট বার্তায় এ বিষয় জানান তিনি।

আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে তালেবানকে উৎসাহিত করাই এই আলোচনার লক্ষ্য বলেও জানিয়েছেন ইমরান খান।

এছাড়াও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হলে তা আফগানিস্তানের এবং ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান প্রধানমন্ত্রী।

টুইট বার্তায় তিনি বলেন, 'দুশানবেতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর নেতা, বিশেষ করে তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাজিক, হাজারা, উজবেকদের নিয়ে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য তালেবান নেতাদের সঙ্গে আমি একটি সংলাপ শুরু করেছি।'

তাজিকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রপ্রধানদের ২০তম সম্মেলন শেষে অন্য একটি টুইট বার্তার ইমরান খান আরো বলেন, 'চল্লিশ বছরের সংঘাতের পর, এমন সরকার আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীল নিশ্চিত করবে, যা শুধু আফগানিস্তানে নয় বরং এই অঞ্চলের স্বার্থে জরুরি।'

দুশানবেতে অনুষ্ঠিত ওই সম্মেলনে শুক্রবার ইমরান খান বলেন, 'আফগানিস্তানে তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো অবশ্যই তাদের রক্ষা করতে হবে। দেশটির যুদ্ধ-সংঘাতের কারণে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে পাকিস্তানকে। তাই আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাকিস্তানের জন্যও গুরুত্বপূর্ণ। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার এবং তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটিতে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে।'

এ সময় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরই রাষ্ট্র ক্ষমতা দখল করে কট্টর ইসলামপন্থী জঙ্গীগোষ্ঠী তালেবান। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত দেশটির ক্ষমতা দখল করে ছিলো তালেবানরা। নতুন করে ক্ষমতা দখলের পর একাধিক প্রতিশ্রুতি দিলেও কোনো প্রতিশ্রুতি রক্ষা না করেই উগ্রগষ্ঠির নেতাদের নিয়ে সরকার গঠন করে তালেবান। এছাড়াও বর্তমানে ক্ষমতা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে ব্যস্ত তালেবানরা।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত