আইভরিকোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১, ১৪:১০

অনলাইন ডেস্ক

আইভরিকোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। 

সেনাবাহিনী বরাতে এএফপি জানায়, মিগ-২৪ নামের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের কোনো এক সময়ে এ মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টোগোলোকায়ির কাছে বুরকিনা ফাসোর সাথে লাগোয়া দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এ হেলিকপ্টারের সাহায্যে  পর্যবেক্ষণ মিশন চালানো হচ্ছিল। বিবৃতিতে আরো বলা হয়, ওই হেলিকপ্টারে থাকা সকলে প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

আইভরিকোস্টের সামরিকবাহিনী বেশ কয়েকবার সন্দেহভাজন জিহাদীদের হামলার শিকার হয়েছে। বিশেষ করে বুরকিনা ফাসো সীমান্তে তারা এসব হামলার কবলে পড়ে। গত জুনে টোগোলোকায়ি অঞ্চলে শক্তিশালী এক বিস্ফোরণের ঘটনায় দুই সেনা ও ফ্রান্সের এক সৈনিক প্রাণ হারান।

২০২০ সালের জুনে কাফোলোতে এক হামলায় ১৪ সেনা নিহত হন। একই এলাকায় গত মার্চে চালানো আরেক হামলায় তিন সেনা প্রাণ হারান।

সাহস২৪.কম/জিজি