বিশেষ পোষাকে উত্তর কোরিয়ার সেনাদের কুচকাওয়াজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৯

সাহস ডেস্ক

উত্তর কোরিয়ার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সামরিক কুচকাওয়াজ করেছে দেশটির সেনাবাহিনী। এসময় তারা পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) আদলের বিশেষ পোষাক পরিহিত ছিলেন। এর সঙ্গে প্রত্যেকের মুখে ছিলো গ্যাস মাস্ক।

তবে এই সামরিক কুচকাওয়াজে কোনো প্রকার পারমানবিক ক্ষেপনাস্ত্র প্রদর্শিত হয়নি।

বিবিসি জানায়, ওই কুচকাওয়াজকে ঘিরে এখন সরব পিয়ংইয়ং বিরোধী জোট।

তাদের ধারনা উত্তর কোরিয়া ওই কুচকাওয়াজের মাধ্যমে সম্ভাব্য পারমানবিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।

ওই কুচকাওয়াজ অনুষ্ঠানে দেশটির নেতা কিম জং-উনকে শিশুদের সঙ্গে হাসি মুখে আলিঙ্গন করতে দেখা যায়।

যদিও পিয়ংইয়ং কর্তৃপক্ষের দাবী এই যে,তারা পারমানবিক অস্ত্র তৈরীর প্রকল্প বন্ধ রেখেছে, কিন্তু জাতিসংঘ বলছে দেশটিতে নতুন একটি পারমানবিক চুল্লি তৈরীর খবর তাদের কাছে রয়েছে।

ওদিকে, করোনা মহামারির কারনে দেশটিতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় দেশটির পাশে রয়েছে মিত্রশক্তি চীন। চীনের কাছ থেকে উত্তর কোরিয়া তাদের প্রয়োজনীয় খাদ্য, সার এবং জ্বালানি পেয়ে থাকে। কিন্তু করোনার কারনে এই সাহায্য এখন অনেকটাই অপ্রতুল। 
 
সাহস২৪.কম/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত