লড়াই করেই কথা রাখলেন ফাহিম দাস্তি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:১১

সাহস ডেস্ক

আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবান প্রতিরোধী তীব্র লড়াইয়ে গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) নিহত হয়েছেন তালেবান বিরোধী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাস্তি। সূত্র: আল জাজিরা।

আল জাজিরার বরাতে জানা যায়, এর আগে তালেবানের তরফ থেকে পাঞ্জশিরের রাজধানী বাজারাকে প্রবেশের ঘোষণা দেওয়া হয়েছে। তাদের দাবি, তাদের যোদ্ধারা বাজারাকে প্রবেশ করেছে। সেখানে যুদ্ধ চলছে তুমুলভাবে।

একাধিক সূত্রে জানা যায়, ফাহিম দাস্তি নিহত হওয়ার পর পাঞ্জশিরে লড়াই থামাতে আফগান শীর্ষ আলেমদের দেওয়া এক শান্তি প্রস্তাবে সম্মতি জানিয়েছে এনআরএফ। ফেসবুক পেজে এক ঘোষণা দিয়ে এই তথ্য জানিয়েছেন বাহিনীর প্রধান আহমেদ মাসুদ।

মৃত্যুর কয়েকদিন আগে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এনআরএফ এর এই প্রধান মুখপাত্র বলেছিলেন, আমরা মরে গেলে ইতিহাস আমাদের লিখে রাখবে সেই মানুষ হিসেবে, যারা নিজেদের দেশের জন্য লড়েছে শেষ সময় পর্যন্ত।

এনআরএফ জানিয়েছে, পাঞ্জশিরে লড়াইয়ে নিহত হয়েছেন ফাহিম দাস্তি। তালেবানের সঙ্গে সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। দাস্তির দাবি ছিলো, যুদ্ধ-বিধ্বস্ত দেশের জনগণের কল্যাণে মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে তাদের বাহিনী।

এনডিটিভিকে দেওয়া সে সাক্ষাৎকারে ফাহিম দাস্তি আরও বলেছিলেন, 'আমরা যদি আফগানিস্তানের জনগণের উত্থান, জনগণের ভবিষ্যত, দেশের জন্য সরকার গঠনের লক্ষ্য অর্জন করতে পারি তাহলে এমন ব্যবস্থা কার্যকর করবো, যেখানে আফগানিস্তানের জনগণের সকল প্রয়োজনে সরকার পাশে থাকবে।'

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে পাঞ্জশিরে লড়াইয়ের সর্বশেষ তথ্য পাওয়ার অন্যতম উৎস ছিলেন ফাহিম দাস্তি। ভিন্নমত জানিয়ে একাধিক টুইট করেন তিনি। তালেবান প্রতিরোধ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত