তালেবানের সাথে সম্পর্ক নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক মোদীর

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ২১:০২

সাহস ডেস্ক

কাবুলে আটকা পড়া ভারতীয় নাগরিকদের ফেরানোর ব্যবস্থা করছে নয়া দিল্লী। ইতোমধ্যে ১৬৮ জনকে ফিরিয়েও এনেছে ভারত সরকার। এখন আফগানিস্তান সংকট নিয়ে আলোচনা ও করণীয় পদক্ষেপ নির্ধারণে সর্বদলীয় বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সোমবার (২৩ আগস্ট) এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ভারতীয় বিনিয়োগ রক্ষা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে। এছাড়া আগামীদিনে দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া হবে তা নিয়ে আলোচনা করবেন মোদী।

বর্তমানে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিকদের ফেরানোর কাজ করছে নয়াদিল্লি। ইতোমধ্যে আফগান শিখ ও হিন্দুদের ফিরিয়ে নিচ্ছে ভারত সরকার। গত রোববার (২২ আগস্ট) কাবুল থেকে ১৬৮ জনকে দিল্লিতে ফিরিয়ে এনেছে ভারতীয় বিমান বাহিনী। এদের মধ্যে ১০৭ জন ভারতীয় নাগরিক। এছাড়া কাবুল থেকে ভারতীয় যাত্রী আনতে তিনটি এয়ারলাইন্স কাজ করছে। ভারতের সরকারি তথ্যানুযায়ী, আফগানিস্তানে প্রায় ৪শ ভারতীয় ছিলেন। তাদের সবাই দেশটিতে গিয়েছিলেন কর্মসূত্রে।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত