পাকিস্তানে স্বাধীনতা দিবসে তরুণীকে যৌন নির্যাতন

প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ২২:০৪

সাহস ডেস্ক
ছবি: ঢাকা ট্রিবিউন

পাকিস্তানে দুর্বৃত্তের একটি দল এক তরুণীকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে অভিযুক্ত করেছে পুলিশ। গত ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে লাহোরের গ্রেটার ইকবাল পার্কে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, পার্কে টিকটক ভিডিও বানানোর সময় দুর্বৃত্তরা ওই তরুণীর উপর হামলা চালায়। কয়েক'শ জন মিলে উক্ত তরুণীকে টানাহেঁচড়া করে, শূন্যে তুলে ধরে এবং কাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনার কিছু ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

হামলায় কোনোভাবে প্রাণে বেঁচে যাওয়া নির্যাতিত তরুণী পুলিশের কাছে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ করেন।

অভিযোগ বর্ণনায় তরুণী বলেন, আমি আরো ছয় বন্ধুর সঙ্গে স্বাধীনতা দিবসে টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিলাম। আচমকা কয়েক'শ মানুষ জায়গাটি ঘিরে ফেলে। তারা আমাদের দিকে তেড়ে আসে। তারা আমাকে টানাহেঁচড়া করে, শূন্যে তুলে ধরে এবং আমার কাপড় ছিঁড়ে ফেলে।’

এসময় তার কানের দুল, আংটি ও তার সঙ্গীদের ফোনসহ ১৫ হাজার রূপি ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় নারী হয়রানির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন লাহোর পুলিশ সুপার সাজিদ কিয়ানি।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত