করোনার উৎস তদন্তে চীনের বিরোধিতা ‘দায়িত্বজ্ঞানহীন’

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ০৪:০৫

সাহস ডেস্ক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, কভিড-১৯ মহামারির উৎপত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তের বিরুদ্ধে চীনের বিরোধিতা ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘বিপজ্জনক।’ বৃহস্পতিবার একথা বলেন তিনি।

চীনের উহান নগরীসহ যে এলাকায় প্রথম করোনাভাইরাস চিহ্নিত হয়েছে, সেখানকার ল্যাব অডিট করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধের তীব্র সমালোচনা করার পর পাসাকি সাংবাদিকদের বলেন, তাদের অবস্থান ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘সুস্পষ্ট বিপজ্জনক’। এখন বাধা সৃষ্টি করার সময় নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত