করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে বিশ্ব: ডব্লিওএইচও

প্রকাশ | ১৫ জুলাই ২০২১, ১৯:২৮ | আপডেট: ১৭ জুলাই ২০২১, ১০:৫২

অনলাইন ডেস্ক

বিশ্ব বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসিস।

গতকাল বুধবার (১৪ জুলাই) করোনা বিষয়ক আইএইচআরের অষ্টম বৈঠকের শুরুতে তিনি একথা জানান।

তিনি বলেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি।

আরও বলেন, গত ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে।

এর কারণ হিসেবে তিনি করোনার তীব্র সংক্রমিত ধরণ ডেল্টার কথা উল্লেখ করেন।

টেডরস বলেন, ডেল্টা ধরণ বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগীরই বিশ্বজুড়ে করোনার নিয়ন্ত্রক ধরণ হয়ে উঠবে।

তিনি টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারির দয়ার ওপর ছেড়ে দেয়া।

টিকার বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারির দয়ার ওপর ছেড়ে দেওয়া। 

বিশ্বের অনেক দেশ এখনও কোনো টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি। এ প্রসঙ্গে ডব্লিউএইচও মহাপরিচালক উল্লেখ করেন, কোভ্যাক্স কাজ করছে। তবে সীমিত পরিসরে। কোভ্যাক্স এ পর্যন্ত ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে।

সাহস২৪.কম/এসটি/এসকে.