হাইতির প্রেসিডেন্ট হত্যাকান্ডে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শোক প্রকাশ

প্রকাশ | ০৮ জুলাই ২০২১, ১৪:১৬ | আপডেট: ০৮ জুলাই ২০২১, ১৪:৪৭

অনলাইন ডেস্ক

হাইতির প্রেসিডেন্ট সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার (৭ জুলাই) শোক প্রকাশ করেছে। খবর এএফপির।

ফ্রান্সের জাতিসংঘ দূত নিকোলাস ডি রিভির বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা বলেছে প্রেসিডেন্ট মইসি নিহত হওয়ায় তারা গভীরভাবে শোকাহত। বুধবার নিজ বাসায় সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন। তারা ফার্স্ট লেডি মার্টিন মইসির পরিণতির ব্যাপারেও উদ্বিগ্ন। কেননা, তিনিও এ হামলায় গুলিবিদ্ধ হন এবং তার অবস্থা  খুব একটা ভাল নয়।

উল্লেখ্য, ৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন।