বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে কংগ্রেস

প্রকাশ : ২১ জুন ২০২১, ০২:৪৯

সাহস ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য আগামী জুলাইয়ের মাঝামাঝি থেকে জেলাপর্যায়ে কর্মসূচি পালনের পরিকল্পনা করছে ভারতীয় কংগ্রেস।

রবিবার (২০ জুন) কংগ্রেস সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বিষয়টিকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচনায় নিয়ে একটি অনুষ্ঠান উদযাপনের জন্য গত ১ মে থেকে তৃণমূল পর্যায়ে ৬৫০টি জেলায় বৈঠকের পরিকল্পনা নেয় কংগ্রেস।

এর মাধ্যমে ক্ষমতাসীন বিজেপির আক্রমণাত্মক জাতীয়তাবাদী শক্তির কার্যকর প্রতিরোধ হিসেবে কংগ্রেস ভারতের নতুন প্রজন্মকে বোঝাতে চাইছে যে, ইন্দিরা গান্ধী ছিলেন সেই ব্যক্তি যিনি পাকিস্তানকে ভেঙে ফেলার ব্যবস্থা করেছিলেন।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে কংগ্রেসের সে পরিকল্পনায় আপাতত কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে।

সূত্র জানায়, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে এন্টনি অনুষ্ঠান উদযাপনে দলীয় কমিটির প্রধান। জুলাইয়ের মাঝামাঝিতে করোনা পরিস্থিতির উন্নতি হলে কর্মসূচি পুণরায় চালুর বিষয়ে তিনি কমিটির আহ্বায়কদের সঙ্গে পর্যালোচনা করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত