ইরাকে করোনা হাসপাতালে আগুন লেগে ২৭ রোগী নিহত

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২১, ১৩:৩৫

সাহস ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ জন রোগী নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

শনিবার (২৪ এপ্রিল) রাতে বেলা ইবনে খাতিব নামে ওই হাসপাতালটিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাসপাতালটিতে কোভিড আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ ঘটনায় আরো অনেকেই আহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি এই ঘটনাকে “মর্মান্তিক দুর্ঘটনা" বলে উল্লেখ করেছেন। এই দুর্ঘটনার কারণ জানতে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত রোগী ও রোগীর স্বজন মিলে প্রায় ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত