খোলা বাজারে ভ্যাকসিন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভারত

১৮ বছরের ওপরের সবাইকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত

প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ০১:১৭

সাহস ডেস্ক

করোনাভাইরাসের ভ্যাকসিন ডোজ খোলা বাজারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এছাড়াও আগামী পহেলা মে থেকে ১৮ বছরের ওপরের সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে সরাসরি টিকা উৎপাদক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলো। এছাড়া সরকার নির্ধারিত দামে খোলাবাজারেও ছাড়তে পারবে সেই টিকা। মোট উৎপাদনের অর্ধেক ডোজ খোলা বাজার ও রাজ্য সরকারের কাছে বিক্রির জন্য বরাদ্দ রাখা হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানিগুলো তাদের মাসিক উৎপাদনের ৫০ শতাংশ সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিতে পাঠাবে, যা পাবে কেন্দ্রীয় সরকার। আর অবশিষ্ট ৫০ শতাংশ ডোজ রাজ্য সরকার ও খোলা বাজারে বিক্রির জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত