২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত এক লাখ ৩২ হাজার

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২১, ১৬:১৫

সাহস ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক লাখ ৩১ হাজার ৯৬৮ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৪২ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে তৃতীয়তে।

শুক্রবার (৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮০ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৬৭ হাজার ৬৪২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬১ হাজার ৮৯৯ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৯২ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিল নাড়ু, দিল্লি ও উত্তর প্রদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত